---Advertisement---

Hero Xtreme 125R: Stylish লুক, 66kmpl Mileage আর দুর্দান্ত Perfomance | দাম শুরু ₹96,425 থেকে!

By Admin

Published on:

Hero Xtreme 125R
---Advertisement---

Hero Xtreme 125R – তরুণদের জন্য স্টাইল আর পারফরমেন্সে ভরপুর বাইক

Hero সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন বাইক Xtreme 125R, যা বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তৈরি। স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং ভালো মাইলেজ – সব একসাথে থাকায় এই বাইক এখন অনেকেরই নজরে। যারা চাইছেন একটা স্পোর্টি বাইক, যেটা দেখতে দুর্দান্ত আবার পকেটের দিক থেকেও হালকা – তাদের জন্য এই মডেল হতে পারে পারফেক্ট চয়েস।

ডিজাইন ও লুক – স্পোর্টস ফিলিংস একেবারে ঠিকঠাক

Hero Xtreme 125R এর ডিজাইন একেবারে অ্যাগ্রেসিভ স্পোর্টস স্টাইলের। হেডলাইটে রয়েছে LED সেটআপ, যা বাইককে দেয় আধুনিক চেহারা। বাইকের বডিতে স্পোর্টি গ্রাফিক্স যুক্ত হওয়ায় রাস্তায় চলার সময় সহজেই নজর কাড়ে।

সিটিং পজিশন আর হ্যান্ডলিং – দুইই খুব কমফোর্টেবল, যেটা শহরের ট্রাফিকে ডেইলি ইউজের জন্য আদর্শ।

ইঞ্জিন ও পারফরমেন্স – স্মুথ রাইডের নিশ্চয়তা

এই বাইকে দেওয়া হয়েছে 124.7cc air-cooled, 4-stroke, single-cylinder ইঞ্জিন, যা উৎপন্ন করে 11.55 PS পাওয়ার @8250 rpm এবং 10.5 Nm টর্ক @6500 rpm।

এই ইঞ্জিনের মাধ্যমে আপনি পাবেন:

  • স্মুথ এক্সিলারেশন
  • ট্রাফিক কন্ডিশনে দ্রুত রেসপন্স
  • স্ট্যাবল হাই স্পিড রাইড

সাথে থাকছে 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, যার ফলে শহর কিংবা হাইওয়ে – সব জায়গাতেই রাইডিং হয় আরামদায়ক ও নিয়ন্ত্রিত।

Hero Xtreme 125R-এর মাইলেজ – সাশ্রয়ী ফুয়েল ইউজ

বাইকটি 66 kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানি, যা 125cc স্পোর্টি বাইকের ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়।

10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকায় আপনি একবার ফুয়েল ভরার পর দীর্ঘ দূরত্বে রাইড করতে পারবেন, বারবার পেট্রোল পাম্পে যাওয়ার ঝামেলা ছাড়াই।

Hero Xtreme 125R-এর ফিচারস এক নজরে:

  • LED হেডলাইট ও স্পোর্টি বডি গ্রাফিক্স
  • ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেক – ব্যালান্সড ব্রেকিং সিস্টেম
  • USB চার্জিং পোর্ট (নির্বাচিত ভ্যারিয়েন্টে)
  • ডিজিটাল স্পিডোমিটার এবং ফুয়েল গেজ
  • Tubeless টায়ার – নিরাপদ রাইডের জন্য
  • আধুনিক সাসপেনশন সিস্টেম – আরামদায়ক রাইড

Hero Xtreme 125R-এর দাম – পকেটের মধ্যে পারফরমেন্স

এই বাইকের প্রারম্ভিক দাম ₹96,425 (ex-showroom) থেকে শুরু। টপ ভ্যারিয়েন্ট গেলে দাম প্রায় ₹1 লক্ষ পর্যন্ত যেতে পারে। এই দামে স্পোর্টি লুক, শক্তিশালী ইঞ্জিন এবং ভালো মাইলেজ – সব কিছু একসাথে পাওয়া যায়, যা এই বাইককে করে তোলে একদম ভ্যালু ফর মানি।

Hero-এর শোরুমে গিয়ে বা অফিশিয়াল ওয়েবসাইট থেকেই সহজে বুকিং করা সম্ভব।

উপসংহার:

যদি আপনি এমন একটা বাইক খুঁজে থাকেন যেটা দেখতে স্পোর্টি, ইঞ্জিনে পাওয়ারফুল আর মাইলেজে দুর্দান্ত – তবে Hero Xtreme 125R আপনার জন্য একদম আদর্শ হতে পারে।

শহরের ডেইলি ইউজ থেকে শুরু করে মাঝারি দূরত্বের রাইড – সব জায়গাতেই এই বাইক দিবে চমৎকার পারফরমেন্স। কম খরচে স্টাইল ও পারফরমেন্স পেতে চাইলে এখনই একবার দেখে আসুন Hero Xtreme 125R।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment