---Advertisement---

Honda NX500 Adventure Bike: মাত্র ₹66,000 ডাউন পেমেন্টে নেওয়ার সুযোগ, 500cc ইঞ্জিনে দারুণ পারফর্মেন্স!

By Admin

Published on:

Honda NX500
---Advertisement---

Intro: বাজেট কম? তবুও চাওয়া অ্যাডভেঞ্চার? Honda NX500 আপনার জন্য

আপনি যদি এমন একটা অ্যাডভেঞ্চার বাইক খুঁজছেন যেটাতে থাকবে শক্তিশালী ইঞ্জিন, স্টাইলিশ ডিজাইন আর কম EMI তে কেনার সুযোগ—তাহলে Honda NX500 হতে পারে আপনার সেরা চয়েস। মাত্র ₹66,000 ডাউন পেমেন্টে আপনি নিতে পারেন এই 500cc অ্যাডভেঞ্চার বাইক, যেটি পারফরমেন্স আর বিল্ড কোয়ালিটির দিক থেকে টপ ক্লাস।

Design: স্টাইল আর অ্যাডভেঞ্চারের দারুণ কম্বো

Honda NX500 এর ডিজাইন একেবারে প্রিমিয়াম লেভেলের। এই বাইকটিতে রয়েছে মডার্ন অ্যাডভেঞ্চার লুক, যেটি একদিকে যেমন আকর্ষণীয়, তেমনি টাফ টেরেইনে রাইডিং-এর জন্য উপযুক্ত। বাইকটির হেডল্যাম্প, ট্যাঙ্ক ডিজাইন ও উঁচু উইন্ডস্ক্রিন একে অ্যাডভেঞ্চার ক্লাসিক ফিল দেয়।

Features: স্মার্ট ফিচারস যেটা রাইডিংকে করে সহজ

এই বাইকে রয়েছে একাধিক অ্যাডভান্স ফিচার, যেমন:

  • Fully Digital Instrument Cluster
  • LED Headlamp ও LED Indicators
  • USB Charging Port
  • Dual Disc Brakes (Front & Rear)
  • Anti-Lock Braking System (ABS)
  • Tubeless Tyres for added safety

এই ফিচার গুলো শুধু বাইকটিকে স্মার্ট বানায় না, বরং রাইডারকে দেয় সেফ ও স্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স।

Engine: 500cc এর শক্তি, যা অ্যাডভেঞ্চারে কাজের

Honda NX500 বাইকটিতে রয়েছে 471cc এর BS6-compliant, liquid-cooled, 2-cylinder ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পাবেন 46.9 bhp পাওয়ার এবং শক্তিশালী টর্ক আউটপুট, যা পাহাড়ি রাস্তা হোক বা হাইওয়ে, সবখানে পারফরমেন্সে কোনো কমতি রাখে না।

Mileage: পাওয়ার থাকলেও মাইলেজেও ভালো

অ্যাডভেঞ্চার বাইক হলেও Honda NX500 মাইলেজের দিক থেকেও পিছিয়ে নেই। এর উন্নত ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির কারণে এই বাইকটি রিয়েল কন্ডিশনে 27-30 kmpl এর মতো মাইলেজ দিতে পারে, যা 500cc সেগমেন্টে যথেষ্ট ভালো।

Price: দাম ও EMI প্ল্যান জানলে আপনি চমকে যাবেন

Honda NX500 এর এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে ₹5.90 লাখ থেকে। কিন্তু যদি আপনি ফাইনান্সে কিনতে চান, তাহলে মাত্র ₹66,000 ডাউন পেমেন্ট দিলেই বাইকটি আপনার হয়ে যেতে পারে।

EMI প্ল্যান (3 বছরের জন্য):

  • ডাউন পেমেন্ট: ₹66,000
  • ইন্টারেস্ট রেট: 9.7%
  • মাসিক EMI: ₹19,237 (36 মাস পর্যন্ত)

এই EMI প্ল্যানের মাধ্যমে Honda NX500 এখন সকল অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সহজলভ্য হয়ে উঠেছে।

Conclusion: অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট চয়েস

যদি আপনি অ্যাডভেঞ্চার রাইডিং ভালোবাসেন এবং চান এমন একটি বাইক যেটাতে থাকবে স্টাইল, পাওয়ার এবং পারফরমেন্স—তাহলে Honda NX500 আপনার জন্য। কম EMI আর শক্তিশালী ইঞ্জিনে এই বাইকটি বাজারে অন্য সব অ্যাডভেঞ্চার বাইকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment