---Advertisement---

Honda NX 125 Scooter: 55km Mileage, Full Digital Features সহ ₹1 Lakh-এর নিচে আসছে এই Future Scooter!

By Admin

Published on:

Honda NX 125
---Advertisement---

Intro: হোন্ডার আসন্ন স্কুটার নিয়ে বাড়ছে উত্তেজনা

বর্তমানে ভারতীয় বাজারে স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো। সেই চাহিদা পূরণ করতেই Honda আনতে চলেছে তাদের নতুন স্মার্ট স্কুটার Honda NX 125। যদিও এটি এখনও লঞ্চ হয়নি, কিন্তু এর লুক ও ফিচার এতটাই আকর্ষণীয় যে এখন থেকেই এটি জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক এই স্কুটার সম্পর্কে বিস্তারিত।

Design: Future-Ready লুক ও ইউনিক ডিজাইন

Honda NX 125 স্কুটারের ডিজাইন একেবারে ফিউচারিস্টিক। এতে দেওয়া হয়েছে ইউনিক LED হেডল্যাম্প, আরামদায়ক সিট এবং কমপ্যাক্ট বডি ডিজাইন। হ্যান্ডেলবার যথেষ্ট স্মুথ এবং সিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ছেলে-মেয়ে উভয়েই সহজেই চালাতে পারবে। শহরের ট্রাফিকে অথবা লম্বা রাইড—দুটোর জন্যই এটি একদম পারফেক্ট।

Features: স্মার্টনেসে ভরপুর ফিচারস

Honda NX 125 ফিচারসের দিক দিয়ে খুবই অ্যাডভান্সড। এতে রয়েছে:

  • Fully Digital Speedometer
  • Digital Instrument Cluster
  • LED Headlight ও LED Turn Indicators
  • Bluetooth Connectivity
  • Front ও Rear Disc Brakes
  • Tubeless Tyres

এই সব ফিচারস Honda NX 125-কে স্মার্ট স্কুটারের দুনিয়ায় অন্যতম করে তুলেছে।

Engine: শক্তিশালী 125cc ইঞ্জিন

Honda NX 125-এ দেওয়া হয়েছে 124.7cc-এর BS6-compliant, Liquid-Cooled ইঞ্জিন। এই ইঞ্জিন 9.8 bhp-এর মতো পাওয়ার জেনারেট করে। এতে রয়েছে স্মুথ এক্সিলারেশন এবং 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। শহরের জন্য যেমন ফুয়েল-এফিশিয়েন্ট, তেমনি হাইওয়েতে পাওয়ারফুল পারফরমেন্স দেয়।

Mileage: 55 কিলোমিটার প্রতি লিটার!

যেখানে অন্যান্য স্কুটার গড়ে 40-45 kmpl মাইলেজ দেয়, Honda NX 125 সেখানে 55 kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই দামের মধ্যে এতটা ফুয়েল এফিশিয়েন্সি নিঃসন্দেহে বড় আকর্ষণ।

Price & Launch: দাম কত হতে পারে ও কবে আসবে বাজারে?

যদিও Honda এখনো NX 125-এর অফিশিয়াল লঞ্চ ডেট বা দাম ঘোষণা করেনি, কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, ২০২৫ সালের অক্টোবর মাসের মধ্যেই এই স্কুটার বাজারে আসতে পারে।
সম্ভাব্য দাম: ₹1 লাখ থেকে ₹1.20 লাখ (এক্স-শোরুম)

যদি রিপোর্ট সত্যি হয়, তাহলে এই দামে এমন লুক ও ফিচারসসহ স্কুটার পাওয়া সত্যিই দুর্লভ।

Conclusion: স্মার্ট লুক ও দাম অনুযায়ী এক কথায় Must Buy

Honda NX 125 সেই সব ইউজারদের জন্য যারা দেখতে সুন্দর, স্মার্ট ফিচারস-সমৃদ্ধ এবং ভালো মাইলেজ দেওয়া একটি স্কুটার খুঁজছেন। ফিউচারিস্টিক ডিজাইন, স্মার্ট কনেক্টিভিটি, এবং 125cc ইঞ্জিনের Combination এই স্কুটারকে অনন্য করে তুলেছে। এখন শুধু অপেক্ষা—এই স্কুটারটা কবে বাজারে আসবে!

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment