---Advertisement---

Ather 450X”: কম দামে হাইটেক স্কুটার, রেঞ্জ আর ফিচারসে বাজিমাত!

By Admin

Published on:

Ather 450X
---Advertisement---

Intro: এবার শহরের জ্যামে চলুন চুপচাপ আর স্মার্টভাবে

ইলেকট্রিক টু-হুইলারের বাজারে এখন যেকোনো নতুন নাম এলেই তুলনা চলে Ather 450X-এর সাথে। স্মার্ট ডিজাইন, দারুণ রেঞ্জ আর হাইটেক ফিচারস সহ এই ই-স্কুটার এখন শহরের প্রতিদিনের যাতায়াতের জন্য সেরা পছন্দ হয়ে উঠেছে। যারা ফুয়েল কস্ট কমিয়ে ফিউচার রেডি হাই পারফরম্যান্স চায়, তাদের জন্য এটা একদম পারফেক্ট।

Design: ফিউচারিস্টিক ডিজাইন, যা এক ঝলকেই নজর কাড়ে

Ather 450X-এর ডিজাইন খুবই স্টাইলিশ এবং মর্ডান। সামনে থেকে পিছন অবধি প্রতিটি কেটে-কাটা জায়গা একেবারে ফিউচারিস্টিক লুক দেয়। লাইটওয়েট বডি আর এয়ারোডায়নামিক স্টাইল শহরের জ্যামে স্কুটারটিকে সহজে ম্যানুভার করার সুবিধা দেয়।

Features: স্মার্ট স্কুটার মানেই স্মার্ট ফিচারস

এই স্কুটারে রয়েছে প্রচুর হাইটেক ফিচার যা অনেকেই এখন স্কুটারে আশা করেনঃ

  • 7 ইঞ্চির টাচস্ক্রিন ডিজিটাল ডিসপ্লে
  • Bluetooth কনেক্টিভিটি
  • Turn-by-turn Navigation
  • Ride Modes (Warp, Sport, Ride, Eco)
  • OTA সফটওয়্যার আপডেট
  • সামনে ও পেছনে ডিস্ক ব্রেক
  • Reverse Assist ও Parking Mode

সব মিলিয়ে এটি এখনকার সময়ের জন্য সম্পূর্ণ স্মার্ট ইলেকট্রিক স্কুটার।

Engine & Performance: 6.4kW মোটরে দুর্দান্ত অ্যাক্সেলারেশন

Ather 450X-এ রয়েছে একটি 6.4kW PMSM মোটর, যা খুব স্মুদ এবং সাইলেন্টভাবে চলে। এর পিকআপ একেবারে চমকে দেওয়ার মতো — 0 থেকে 40 km/h মাত্র 3.3 সেকেন্ডে! শহরের ট্রাফিকে বেরিয়ে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট পার্টনার। এর মোটর সাইলেন্ট হলেও পারফরম্যান্স একদম বাজিমাত!

Battery & Mileage: লং রেঞ্জ, কম চার্জিং টাইম

Ather 450X প্রতি চার্জে 126 কিমি রেঞ্জ দিয়ে থাকে (IDC claim)। এতে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি, যেটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 4.3 ঘণ্টা। ফলে রাতে চার্জ দিলেই সকালে তৈরি, আর সারাদিনের কাজ সহজে হয়ে যায়।

Price: এখন বাজেটেও পাওয়া যাচ্ছে টেকনোলজির দুনিয়া

এই প্রিমিয়াম স্কুটারের দাম শুরু হচ্ছে মাত্র ₹1.49 লাখ থেকে এবং ₹1.79 লাখ পর্যন্ত যায় (এক্স-শোরুম)। যদিও দাম একটু বেশি মনে হতে পারে, কিন্তু ফুয়েল খরচ, সার্ভিস কস্ট, আর লো মেইন্টেন্যান্স হিসেব করলে এটা লং-টার্মে খুবই লাভজনক ইনভেস্টমেন্ট।

Conclusion: Ather 450X – নতুন জেনারেশনের স্মার্ট চলার সঙ্গী

যদি এমন এক স্কুটার চান যেটা আধুনিক, চালানোতে আরামদায়ক, আর দেখতে প্রিমিয়াম – তাহলে Ather 450X আপনার জন্য একদম পারফেক্ট। এটি শুধু পরিবেশ বান্ধব নয়, বরং প্রযুক্তির দুনিয়ায় এক স্টাইলিশ পদক্ষেপ।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment