---Advertisement---

Bajaj Pulsar NS200: 40 কিমি প্রতি লিটার মাইলেজ! মাত্র এই দামে পাচ্ছেন এই Powerful স্পোর্টস Bike

By Admin

Published on:

Bajaj Pulsar NS200
---Advertisement---

স্পোর্টস বাইকের দুনিয়ায় বাজাজের রাজা – Pulsar NS200

Bajaj Pulsar NS200 – নামটাই যথেষ্ট বাইকপ্রেমীদের উত্তেজনায় ভরিয়ে দিতে। এই বাইক সেই রাইডারদের জন্য যাঁরা চাই স্টাইল, পাওয়ার আর পারফর্মেন্স – সব কিছু একসাথে। একদিকে এর স্পোর্টি ডিজাইন, অন্যদিকে 200cc-র শক্তিশালী ইঞ্জিন – সব মিলিয়ে এটি একটি পারফেক্ট স্পোর্টস কমিউটার।

Bajaj Pulsar NS200 এর ইঞ্জিন ও পারফর্মেন্স

এই বাইকে রয়েছে 199.5cc-এর সিঙ্গল সিলিন্ডার, লিকুইড কুলড BS6 ইঞ্জিন যা থেকে পাওয়া যায় 24.5 PS-এর ম্যাক্সিমাম পাওয়ার এবং 18.74 Nm-এর টর্ক। এই শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে রয়েছে 6-speed ম্যানুয়াল গিয়ারবক্স, যা রাইডিং-এ দেয় স্মুথ গিয়ার শিফট এবং দারুণ স্পিড কন্ট্রোল। বাইকটির টপ স্পিড প্রায় 136 কিমি প্রতি ঘণ্টা, যা হাইওয়েতে দৌড়ানোর জন্য একেবারে পারফেক্ট।

মাইলেজ ও ফুয়েল ক্যাপাসিটি – দূরপাল্লার জন্য আদর্শ

একটা স্পোর্টি বাইক হয়েও Bajaj Pulsar NS200 মাইলেজে আশানুরূপ পারফর্ম করে। রিয়েল কন্ডিশনে এটি 40.36 কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এতে রয়েছে 12 লিটার ক্যাপাসিটির ফুয়েল ট্যাঙ্ক, যা লং রাইডে ফুয়েল নিয়ে চিন্তা কমায়। কমিউটিং এবং উইকএন্ড রাইড – দুইয়ের জন্যই এটি একটি আদর্শ পছন্দ।

Pulsar NS200 এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

ডিজাইন এমন যে, রাস্তায় বেরোলেই নজর ঘুরে যাবে। এর অ্যারোডায়নামিক শরীর, অ্যাগ্রেসিভ ফ্রন্ট লুক এবং স্টাইলিশ LED গ্রাফিক্স – সব মিলিয়ে এটিকে করে তোলে যুব সমাজের ফেভারিট বাইক। বাইকের হ্যান্ডেলিং ব্যালেন্সড এবং বাইকটি আরামদায়ক, যার ফলে লম্বা রাইডেও কনফিডেন্স থাকে।

আধুনিক ফিচারস – টেকনোলজিতে এগিয়ে

এখনকার বাইক মানেই আধুনিক ফিচার চাই। সেই দিক থেকেও NS200 পিছিয়ে নেই। এতে রয়েছে:

  • ডুয়াল চ্যানেল ABS – সম্পূর্ণ সেফ ব্রেকিং এক্সপেরিয়েন্স

  • ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল

  • টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং মোনোশক রিয়ার সাসপেনশন

  • স্মার্টফোন কানেক্টিভিটি

  • প্রিমিয়াম চেসিস ও স্পোর্টি সিটিং পজিশন

এই ফিচারগুলো NS200-কে করে এক আধুনিক স্পোর্টস বাইকের আদর্শ উদাহরণ।

Bajaj Pulsar NS200 এর দাম ও রঙের অপশন

বর্তমানে Bajaj Pulsar NS200-এর এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে ₹1.60 লক্ষ থেকে। এটি ভারতের বাজারে বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে যেমন – Glossy Ebony Black, Metallic Pearl White, Cocktail Wine Red ইত্যাদি। দাম এবং স্পেসিফিকেশনের তুলনায় এটি একটি দুর্দান্ত প্যাকেজ।

 Conclusion:

যদি আপনি এমন একটি স্পোর্টি বাইক খুঁজে থাকেন যা পাওয়ার, পারফর্মেন্স, মাইলেজ এবং স্টাইল – সব কিছুর দারুণ ব্যালেন্স দেয়, তাহলে Bajaj Pulsar NS200 আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে। এর স্পোর্টি লুক, 200cc ইঞ্জিন, ডুয়াল চ্যানেল ABS এবং 40+ kmpl মাইলেজ – সব কিছু মিলিয়ে এটি বর্তমান বাজারের অন্যতম সেরা বাজেট স্পোর্টস বাইক।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment