---Advertisement---

Hop Oxo Electric Bike – 140KM রেঞ্জ আর পাওয়ারফুল পারফরম্যান্সে বাজিমাত!

By Admin

Published on:

Hop Oxo Electric Bike
---Advertisement---

Intro – Hop Oxo Electric Bike: 2025-এর পাওয়ারফুল ইলেকট্রিক চয়েস

যারা ২০২৫-এ এমন একটা ইলেকট্রিক বাইক খুঁজছেন যাতে দাম কম, রেঞ্জ বেশি, পারফরম্যান্স দারুণ—তাদের জন্য Hop Oxo Electric Bike হতে পারে একদম পারফেক্ট অপশন। 140 কিমি রেঞ্জ, স্মার্ট ফিচার আর বাজেটের মধ্যে পাওয়ারফুল প্যাকেজ—সবকিছু এক বাইকে পেতে এখন আর বেশি ভাবতে হবে না।

Design – আধুনিক লুক আর ইউথফুল ডিজাইন

Hop Oxo-এর ডিজাইনটা একেবারে স্টাইলিশ এবং অ্যাগ্রেসিভ। ফ্রন্টে রয়েছে এলইডি হেডল্যাম্প আর ক্লিন বডি লাইনস যা একে অন্য ইলেকট্রিক বাইকের তুলনায় অনেক বেশি স্মার্ট লুক দেয়। শহরের ট্রাফিক হোক বা হাইওয়ে—যে কোনও জায়গায় চোখে পড়বে এই বাইক।

Features – স্মার্ট ও সেফ ফিচারে ঠাসা

এই বাইকে আপনি পাবেন অত্যাধুনিক ও ইউজার-ফ্রেন্ডলি ফিচারস, যেমনঃ

  • ডিজিটাল স্পিডোমিটার ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
  • ইউএসবি চার্জিং পোর্ট
  • এলইডি হেডল্যাম্প ও টেইল লাইট
  • ডুয়াল ডিস্ক ব্রেক উইথ ABS
  • টিউবলেস টায়ারস

এই সব ফিচার একসাথে Hop Oxo-কে করে তোলে সুরক্ষিত ও স্মার্ট রাইডিংয়ের জন্য উপযুক্ত।

Battery & Range – 3.8 kWh ব্যাটারিতে 140+ KM রেঞ্জ

Hop Oxo Electric Bike-এ আছে একটি 3.8 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং একবার চার্জে প্রায় 140-146 কিমি রেঞ্জ দিতে পারে।
এর সাথে রয়েছে পাওয়ারফুল BLDC হাব মোটর যা দ্রুত স্পিড ও স্মুথ রাইড গ্যারান্টি দেয়। ডেইলি অফিস যাতায়াত হোক বা ছোট ট্যুর—এই ব্যাটারির রেঞ্জ যথেষ্ট।

Price – দাম মাত্র ₹1.40 লাখ (এক্স-শোরুম)

এত কিছু পাওয়ার পরও Hop Oxo-এর এক্স-শোরুম দাম মাত্র ₹1.40 লাখ থেকে শুরু। এই দামে এত স্পেসিফিকেশন, এত রেঞ্জ, আর স্মার্ট ফিচার—এটা নিঃসন্দেহে 2025-এর অন্যতম ভ্যালু-ফর-মানি ইলেকট্রিক বাইক।

Conclusion – কেন Hop Oxo Electric Bike কিনবেন?

আপনি যদি একটা এমন ইলেকট্রিক বাইক খুঁজছেন যা দেখতে দারুণ, চালাতে আরামদায়ক, চার্জে বেশি চলে, এবং দামেও পকেট ফ্রেন্ডলি—তাহলে Hop Oxo Electric Bike-এর থেকে ভালো চয়েস এই বাজেটে পাওয়া কঠিন। এটা একটা পরিপূর্ণ ইলেকট্রিক বাইক প্যাকেজ, যেটা ইউথ থেকে শুরু করে অফিস রাইডার—সবাইকে খুশি করবে।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment