---Advertisement---

Keeway V302C Cruiser Bike: Royal Enfield কে টক্কর দিতে 4.39 লাখে এলো এই Power-Packed Beast!

By Admin

Published on:

Keeway V302C
---Advertisement---

Intro

ভারতীয় মার্কেটে Royal Enfield-কে টক্কর দিতে হাজির হয়েছে Keeway-এর নতুন পাওয়ারফুল ক্রুজার বাইক Keeway V302C। স্টাইল, ফিচারস আর পারফর্মেন্সে ভরপুর এই বাইকটি আগ্রহী ক্রুজার প্রেমীদের কাছে ইতিমধ্যেই পছন্দের তালিকায় উঠে এসেছে।

Design

Keeway V302C বাইকটির লুক সত্যিই নজরকাড়া। এতে রয়েছে ক্লাসিক অথচ অ্যাগ্রেসিভ ক্রুজার ডিজাইন—লো সিটিং পজিশন, চওড়া ট্যাঙ্ক, বড় হেডল্যাম্প এবং চমৎকার পেইন্ট জব যা একে Premium feel দেয়। বাইকের বডি ডিজাইন Royal Enfield-এর থেকেও বেশি মডার্ন আর ট্যাফ লুক নিয়ে আসে।

Features

এই বাইকে রয়েছে আধুনিক কিছু ফিচারস যা এটিকে একটি প্রিমিয়াম ক্রুজার হিসেবে প্রতিষ্ঠিত করে:

  • Analog Speedometer ও Instrument Console
  • Halogen Headlamp ও Indicator
  • Front ও Rear Disc Brakes
  • Dual-channel ABS
  • Alloy Wheels ও Tubeless Tyres

এই দামের মধ্যে এমন ফিচারস সত্যিই বাইকটিকে একটা শক্ত প্রতিযোগী করে তুলেছে।

Engine

Keeway V302C-এ রয়েছে 298cc-এর liquid-cooled V-twin ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় 29.19 PS পর্যন্ত পাওয়ার এবং 26.5 Nm টর্ক। বাইকটিতে রয়েছে 6-speed ম্যানুয়াল গিয়ারবক্স যা স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেয়। এর পারফর্মেন্স এক কথায় অনবদ্য।

Mileage

এই বাইক পারফর্মেন্সে যেমন দুর্দান্ত, মাইলেজেও বেশ ভালো সাপোর্ট দেয়। কোম্পানি জানাচ্ছে, এটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 37-40 কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। ক্রুজার বাইকের মধ্যে এই মাইলেজ যথেষ্ট ভালো বলা যায়।

Price

বর্তমানে Keeway V302C বাইকটি ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে ₹4.39 লাখ (এক্স-শোরুম) দামে। যারা Royal Enfield-এর বিকল্প খুঁজছেন একটু আলাদা স্টাইল ও ভিন্ন অভিজ্ঞতার জন্য, তাদের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট চয়েস।

Conclusion

Keeway V302C ক্রুজার বাইক যেভাবে Royal Enfield-কে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা মোটেও অবাক করার মতো নয়। স্টাইল, ফিচারস, ইঞ্জিন পারফর্মেন্স আর রোড প্রেজেন্স—সবদিক দিয়েই এটি একটি অলরাউন্ডার ক্রুজার। যদি আপনি বাজেট একটু বাড়িয়ে একটা প্রিমিয়াম ক্রুজার নিতে চান, তাহলে Keeway V302C আপনার জন্য আদর্শ বাইক।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment