---Advertisement---

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

By Admin

Published on:

KTM 890 Duke
---Advertisement---

KTM খুব শিগগিরই ভারতের বাজারে নিয়ে আসছে তাদের নতুন পাওয়ারফুল স্পোর্টস বাইক — KTM 890 Duke। এই বাইকটি মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা রাস্তায় স্পিড, স্টাইল এবং আধুনিক টেকনোলজির কম্বিনেশন খুঁজছেন। 890cc ইঞ্জিন, আকর্ষণীয় ডিজাইন ও প্রিমিয়াম ফিচারস-সহ এই বাইকটি হতে চলেছে ১০–১২ লাখ টাকার প্রিমিয়াম সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিযোগী। আসুন জেনে নিই এর সম্পূর্ণ বিস্তারিত।

Design – দারুণ অ্যাগ্রেসিভ লুক আর স্পোর্টি বিল্ড

KTM 890 Duke-এর ডিজাইন একদম ইউনিক এবং অ্যাগ্রেসিভ। সামনে থাকবে মাচো LED হেডল্যাম্প, শার্প বডি লাইনের সঙ্গে মেটালিক ট্যাংক আর হাই কোয়ালিটি হ্যান্ডেলবার।
মাসকুলার ট্যাংক আর চওড়া এলয় হুইলস বাইকটার উপস্থিতিকে আরও হেভিওয়েট করে তোলে। সেই সঙ্গে থাকবে কমফোর্টেবল সিট যা লং রাইডের জন্য আদর্শ।

Features – আধুনিক টেকনোলজি ও স্মার্ট ফিচারস

KTM 890 Duke-এ থাকছে লেটেস্ট সব টেক ফিচার যা একে করে তোলে সম্পূর্ণ প্রিমিয়াম স্পোর্টস বাইক।
দেখে নাও কিছু হাইলাইটেড ফিচার:

  • Fully Digital Speedometer
  • Advanced Digital Instrument Console
  • Multiple Riding Modes
  • USB Charging Port
  • LED Headlight ও LED Indicators
  • Front ও Rear-এ Disc Brake
  • Dual-Channel ABS
  • Alloy Wheels ও Tubeless Tyres

সব মিলিয়ে সেফটি আর কমফোর্ট — দুই দিক থেকেই একদম আপডেটেড স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

Engine – 890cc Beast Performance

KTM 890 Duke-এ দেওয়া হয়েছে একটি শক্তিশালী 889cc BS6 ইঞ্জিন।
এই সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনটি থেকে মিলবে 114 Bhp পাওয়ার এবং 93 Nm টর্ক, যা স্পোর্টস বাইক প্রেমীদের জন্য একদম উপযুক্ত।
এই ইঞ্জিন শুধু স্পিডই নয়, স্মুদ রাইডিং এক্সপেরিয়েন্সও নিশ্চিত করে।

Mileage – পাওয়ারের সঙ্গেও মিলবে Efficiency

যদিও এটা একটি হাই-পারফরম্যান্স বাইক, তবুও KTM চেষ্টা করেছে একটি ভালো ব্যালান্স রাখতে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বাইক থেকে পাওয়া যাবে আনুমানিক 18–20 কিমি/লিটার মাইলেজ — যা এই ক্যাটাগরির বাইকের জন্য বেশ ভালোই বলা চলে।

Price – দাম কত হতে পারে ভারতে?

KTM 890 Duke-এর এক্স-শোরুম দাম ভারতে রাখা হতে পারে ₹10 লাখ থেকে ₹12 লাখ টাকার মধ্যে।
এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় দামটা একটু বেশি হলেও, ফিচার ও পারফরম্যান্স বিবেচনায় অনেকের কাছেই এটা ভ্যালু ফর মানি হতে পারে।

Conclusion – কার জন্য পারফেক্ট এই বাইক?

যদি তুমি এমন একটা স্পোর্টস বাইক খুঁজে থাকো যা দেখতে যেমন অ্যাগ্রেসিভ, পারফর্মেন্সেও ঠিক ততটাই পাওয়ারফুল — তাহলে KTM 890 Duke হতে পারে তোমার জন্য পারফেক্ট চয়েস।
আগামী অক্টোবর 2025 নাগাদ বাইকটি ভারতের বাজারে আসতে পারে বলে আশা করা যাচ্ছে। বাজেট, স্পিড আর লুকের কম্বিনেশন খুঁজে থাকলে এই বাইকটা তোমার জন্যই।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Hero Xtreme 250R Review: ₹1.80 লাখেই 250cc Sport Bike, যেটার লুক, পারফরম্যান্স আর ফিচার দেখে যুব সমাজ পাগল!

Leave a Comment