---Advertisement---

Royal Enfield Flying Flea S6 Scrambler: দুর্দান্ত লুকে আসছে 650cc রোড মাস্টার!

By Admin

Published on:

royal enfield flying flea s6 scrambler
---Advertisement---

Intro – বাজার কাঁপাতে আসছে নতুন Royal Enfield Flying Flea S6 Scrambler

রাইডারদের মনে নতুন ঝড় তুলতে Royal Enfield আনছে তাদের একেবারে নতুন ক্রুজার মডেল Flying Flea S6 Scrambler। শক্তিশালী 650cc ইঞ্জিন, আধুনিক ফিচার আর ইউনিক ডিজাইনের কম্বিনেশন নিয়ে এই বাইক খুব শীঘ্রই ধরা দেবে ভারতের বাজারে। যারা আলাদা কিছু খুঁজছেন, তাদের জন্য হতে চলেছে এই বাইক পারফেক্ট চয়েস। চলুন, বাইকটির সব কিছু জেনে নিই এক নজরে!

Design – ইউনিক লুকে নজর কাড়বে রাইডারদের মন

Royal Enfield Flying Flea S6 Scrambler-এর ডিজাইন এক কথায় অন্যরকম। কোম্পানির ট্র্যাডিশনাল স্টাইলের ছোঁয়া রেখে, এখানে যুক্ত করা হয়েছে স্পোর্টি স্ক্র্যাম্বলার টাচ। উঁচু হ্যান্ডেলবার, মস্কুলার ফুয়েল ট্যাংক, স্টাইলিশ সিট এবং টাফ বিল্ড কোয়ালিটি — সব মিলিয়ে এই বাইকটি শুধু শহরের রাস্তায় নয়, অফ-রোডেও দারুণ পারফর্ম করবে। এর ডাইনামিক লুক যে কোনও যুবকের স্বপ্নের বাইক হয়ে উঠবে।

Features – নতুন টেকনোলজিতে ঠাসা থাকছে এই বাইক

Flying Flea S6 Scrambler-এ থাকছে একাধিক নতুন টেকনোলজি ও সেফটি ফিচার, যা যেকোনো রাইডকে আরও স্মুথ ও নিরাপদ করে তুলবে। ফিচারগুলোর মধ্যে থাকছে:

  • ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল
  • এলইডি হেডলাইট এবং টেইল লাইট
  • ডুয়াল চ্যানেল ABS সিস্টেম
  • টিউবলেস টায়ার সহ স্টাইলিশ এলয় হুইল
  • অ্যাডভান্সড সাসপেনশন সেটআপ

এছাড়াও, লং রাইডের জন্য থাকবে আরামদায়ক সিটিং পজিশন ও উন্নত ব্রেকিং পারফরম্যান্স।

Engine – পাওয়ারফুল 650cc ইঞ্জিন, যাত্রা হবে আরও মজাদার

যদিও কোম্পানি এখনো অফিসিয়ালি ইঞ্জিন স্পেসিফিকেশন জানায়নি, তবে রিপোর্ট বলছে Flying Flea S6 Scrambler-এ থাকতে পারে প্রায় 650cc ক্যাপাসিটির BS6 ফেজ-২ কমপ্লায়েন্ট ইঞ্জিন। সাথে থাকছে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, যা রাইডিংয়ের এক্সপেরিয়েন্স করবে আরও স্মুথ। এতে থাকবে দারুণ টর্ক জেনারেশন, ফলে দ্রুত স্পিড তুলতে একেবারে অসুবিধে হবে না। পাওয়ার আর পারফরম্যান্সের কম্বিনেশন একেবারে টপ ক্লাস হবে বলেই আশা করা যাচ্ছে।

Mileage – শক্তিশালী ইঞ্জিনের সাথেও মিলবে ভালো মাইলেজ

অনেকের মনেই প্রশ্ন, 650cc বাইক মানেই কি খুব কম মাইলেজ? তবে Royal Enfield এই মডেলে ফুয়েল ইকোনমিতে নজর দিয়েছে। অনুমান করা হচ্ছে, Flying Flea S6 Scrambler থেকে 20-22 কিমি প্রতি লিটার এর আশেপাশে মাইলেজ পাওয়া যেতে পারে, যা এই ক্যাটাগরির বাইকের জন্য বেশ ভালোই বলা যায়।

Price – বাজেটের মধ্যেই হবে এই বাইকের দাম

যারা অপেক্ষায় আছেন, তাদের জন্য বলি — রিপোর্ট অনুযায়ী, Royal Enfield Flying Flea S6 Scrambler-এর সম্ভাব্য এক্স-শোরুম দাম হতে পারে ₹3 লাখ এর কাছাকাছি। তবে ফাইনাল দাম ও বুকিং ডিটেইলস জানা যাবে অফিসিয়াল লঞ্চের সময়। আশা করা যাচ্ছে, অক্টোবর 2025-এর মধ্যে এই মডেল বাজারে চলে আসবে।

Conclusion – যাদের স্বপ্ন একটু আলাদা রাইডিং স্টাইলের, তাদের জন্য পারফেক্ট

শেষ কথা বলতে গেলে, যারা ইউনিক লুক, শক্তিশালী পারফরম্যান্স আর আধুনিক ফিচারের কম্বিনেশন চান, তাদের জন্য Royal Enfield Flying Flea S6 Scrambler নিঃসন্দেহে সেরা অপশন হতে চলেছে। ক্লাসিক রোড প্রেসেন্স আর নতুন টেকনোলজি একসাথে চাওয়া রাইডারদের জন্য এই বাইক একেবারে হিট হতে চলেছে! এখন শুধু অপেক্ষা, কখন রাস্তায় গর্জন শোনা যাবে Flying Flea S6 Scrambler-এর!

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment