---Advertisement---

Tata Nexon : Middle Class-r Dream SUV এখন স্টাইলে, পাওয়ারে, ফিচারসে একধাপ এগিয়ে!

By Admin

Published on:

Tata Nexon
---Advertisement---

Intro – Tata Nexon: স্টাইল, সেফটি আর ফ্যামিলি রাইডের পারফেক্ট SUV

যারা একটা শক্তপোক্ত, আরামদায়ক আর ফ্যামিলি ফ্রেন্ডলি SUV খুঁজছেন তাদের জন্য Tata Nexon হতে পারে একদম সেরা চয়েস। এটা এমন একটা গাড়ি যা স্টাইল, সেফটি, মাইলেজ আর বাজেট—সবদিক থেকেই আপনাকে দেবে ফুল স্যাটিসফ্যাকশন।

Design – স্পোর্টি ডিজাইন আর প্রিমিয়াম ফিনিশ

Tata Nexon-এর এক্সটেরিয়র ডিজাইন বেশ স্পোর্টি আর মডার্ন। ফ্রন্ট গ্রিল, এলইডি হেডল্যাম্প আর স্টাইলিশ এলয় হুইলস এই SUV-টিকে রাস্তায় আলাদা করে চেনায়।
ইন্টেরিয়রেও ফিনিশিং একেবারে প্রিমিয়াম—কমফোর্ট আর ক্লাস দুটোই একসাথে।

Features – সেফটি, স্পেস আর স্মার্ট টাচে ঠাসা

Tata Nexon SUV-তে আপনি পাচ্ছেন সবরকমের দরকারি ফিচারস:

  • 5 জন বসার মতো আরামদায়ক স্পেস
  • 382 লিটার বুট স্পেস
  • ডিজিটাল ডিসপ্লে এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
  • 208mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স
  • ABS, EBD, এবং 5-Star Global NCAP সেফটি রেটিং

এই সব কিছু মিলিয়ে এটি হয় একটি ফুল-ফ্যামিলি সেফ SUV।

Engine – শক্তিশালী পারফরম্যান্স আর স্মুথ ড্রাইভ

এই গাড়িতে আছে 1497cc 4-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা 113.31 bhp পাওয়ার আর 260Nm টর্ক জেনারেট করতে পারে।
অটোমেটিক ট্রান্সমিশন থাকার কারণে সিটি ড্রাইভ হোক বা হাইওয়ে ক্রুজিং—সব জায়গায় স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এমনকি পাহাড়ি রাস্তাও সহজে পার করে ফেলে।

Mileage – 24.08 kmpl পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ

ডিজেল ভ্যারিয়েন্টে Tata Nexon দেয় প্রায় 24.08 কিমি প্রতি লিটার মাইলেজ।
ডেইলি অফিস, লং ড্রাইভ কিংবা উইকেন্ড ট্যুর—এই মাইলেজ যথেষ্ট পকেট-ফ্রেন্ডলি। কম ফুয়েল খরচে বেশি যাত্রা—এই দিক থেকে Nexon সত্যিই বাজিমাত করে।

Price – ₹8 লাখ থেকে শুরু, ভ্যালু ফর মানি SUV

Tata Nexon SUV-এর দাম ₹8 লাখ (এক্স-শোরুম) থেকে শুরু হয়ে ₹15.60 লাখ পর্যন্ত যায়। এই প্রাইস রেঞ্জে এতোটা ফিচার লোডেড, সেফ SUV পাওয়া দুষ্কর।

অর্থাৎ, এটি এমন একটি গাড়ি যা আপনি বাজেটেও পাবেন, কিন্তু কম্প্রোমাইজ ছাড়াই

Conclusion – কেন কিনবেন Tata Nexon SUV?

Tata Nexon এমন একটি SUV যা মিডল ক্লাস ফ্যামিলির সব প্রয়োজন মেটাতে পারে। সেফটি, স্টাইল, মাইলেজ, আরাম—সব একসাথে। বাজেটের মধ্যেই পাওয়া যায় এমন একটা ফুল-প্যাকড পারফর্মার

যদি আপনি একটা স্ট্রং, কনফিডেন্ট আর ফ্যামিলি-ফোকাসড SUV খুঁজছেন, তাহলে Tata Nexon আপনার লিস্টের টপে থাকা উচিত।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment