---Advertisement---

TVS Raider 125: 84,000 টাকায় মিলছে স্টাইলিশ লুক, 63 কিমি মাইলেজ আর Power-Packed পারফর্মেন্স

By Admin

Published on:

TVS Raider 125
---Advertisement---

Intro

TVS-এর তরফে আসা TVS Raider 125 এখন তরুণদের অন্যতম ফেভারিট স্পোর্টস বাইক। পাওয়ারফুল পারফর্মেন্স, অ্যাগ্রেসিভ লুক আর স্মার্ট ফিচারস দিয়ে সবার নজর কাড়ছে এই বাইক। যাদের বাজেট কম, কিন্তু লুক আর ফিচারসে কোনও কম্প্রোমাইস চান না—তাদের জন্য Raider 125 নিঃসন্দেহে সেরা অপশন।

Design

TVS Raider 125-এ রয়েছে একটি একদম স্পোর্টি আর এগ্রেসিভ ডিজাইন। LED DRL সহ ফ্রন্ট হেডল্যাম্প, শার্প বডি লাইন, ইউনিক রিয়ার ডিজাইন আর স্টাইলিশ ট্যাংক বাইকটিকে এক প্রিমিয়াম লুক দেয়। সিট আর রাইডিং পজিশনও রাখা হয়েছে ইয়ুথ-ফ্রেন্ডলি ও আরামদায়ক।

Features

এই বাইকটিতে রয়েছে আধুনিক সব স্মার্ট ফিচারস যা দৈনন্দিন রাইডিংকে আরও ইজি করে তোলে।

  • Fully Digital Speedometer
  • LED হেডল্যাম্প ও ইন্ডিকেটর
  • Ride Modes: Eco এবং Power
  • USB চার্জিং পোর্ট
  • Disc Brake (Front & Rear)
  • Single Channel ABS
  • Alloy Wheels

এত কিছু একটা বাইকে এই দামে সত্যিই চমকপ্রদ!

Engine

Raider 125-এ আছে 124.7cc BS6 সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা 13 PS পাওয়ার ও 11.2 Nm টর্ক জেনারেট করে। এর সাথে দেওয়া হয়েছে 5-Speed ম্যানুয়াল গিয়ারবক্স। শহরের মধ্যে হোক বা হাইওয়েতে—এই বাইক চালানো একদম মজা।

Mileage

TVS Raider 125 ইঞ্জিন পারফর্মেন্স যেমন দারুণ, তেমনি মাইলেজও যথেষ্ট ভালো। কোম্পানি জানাচ্ছে, এই বাইক প্রতি লিটার পেট্রোলে 63 কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে। স্পোর্টস লুকের বাইকে এই মাইলেজ সত্যিই ইম্প্রেসিভ।

Price

বর্তমানে TVS Raider 125-এর এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে ₹84,000 থেকে। ফিচারস, লুক, মাইলেজ সব দিক থেকে এই দামে এটি একটি এক্সসেপ্টশনাল চয়েস বলা যায়। দাম অনুযায়ী এর ভ্যালু একেবারে টপ লেভেল।

Conclusion

যদি আপনি এমন একটা স্পোর্টস বাইক খুঁজছেন যেখানে বাজেট কম, কিন্তু লুক, ফিচারস, মাইলেজ আর পারফর্মেন্স সবই দারুণ – তাহলে TVS Raider 125 আপনার জন্য একদম পারফেক্ট। কলেজ গোয়ার বা অফিস-কাম-রাইডার, সবার জন্য আদর্শ বাইক এটি।

---Advertisement---

Related Post

Zontes 350R: ভারতের বাজারে এক Future-Ready Power Bike, দাম শুনলে অবাক হবেন!

MG Comet EV ₹7.98 Lakh – শহরের জন্য সেরা ইলেকট্রিক কার! 230km রেঞ্জ, iSmart Tech সহ লঞ্চ হলো India-তে

KTM 890 Duke : Launch হচ্ছে India-তে! 114 Bhp Power, 93 Nm Torque, আর ₹12 লাখ দামে আসছে এক্সট্রিম Beast

TVS iQube S Electric Scooter : মাত্র ১২,০০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ, Smart Features আর EMI সুবিধায় এবার আপনিও নিন

Leave a Comment